Dowry system Running funny Way

১০:৫০:০০ PM Ibrahim Shoikot 0 Comments

যৌতুক প্রথা ......

বাংলাদেশের বিয়েতে যৌতুক বা পণ প্রথা বহু
প্রাচীণ। শার্লি লিন্ডেনবম পরিচালিত এক
গবেষণা অনুসারে বিশ শতকের মাঝামাঝি
পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক
ছিল আর তাই বিবাহযোগ্য পাত্রের আয়ের উৎস
সচ্ছল ছিল না, অপরদিকে বিবাহযোগ্যা ফর্সা
গুণবতী পাত্রী পাওযা যেত হাতেগোণা। তাই
সেসময় পাত্রপক্ষ পাত্রীপক্ষকে যৌতুক দিত। এই
যৌতুক নগদ অর্থ কিংবা অলংকার কিংবা
আসববাবপত্র যেকোনো রকম হতো।

বিশ শতকের
মাঝামাঝি থেকে কৃষিভিত্তিক মানুষ শহরমুখী
হওয়া শুরু করে এবং পাত্ররা শহুরে হয়ে পড়ে
কর্মক্ষেত্রে সচ্ছলতা অর্জন করতে শুরু করে।
অপরদিকে পাত্রীরা আগের অবস্থানে থাকে,
গ্রামেই থাকে। তাই পাত্রের কদর বেড়ে
যাওয়ায় সেসময় থেকে পাত্রীপক্ষ পাত্রপক্ষকে
পণ বা যৌতুক দেয়া শুরু হয়। কিন্তু একসময় শহরমুখী
বিপুল জনগণের সবাই চাকরি পেলো না এবং
মুষ্টিমেয় চাকরিপ্রাপ্ত পাত্রের দাম আরো
বেড়ে গেলে যৌতুক প্রথা সামাজিকভাবে
প্রতিষ্ঠিত হযে পড়লো।

মুসলিম আইন অনুযায়ী পাত্রীকে মোহরানা
পরিশোধ করতে হয়। কিন্তু বর্তমানে উল্টো পাত্রী
পক্ষকে যৌতুক দিতে বাধ্য করা হচ্ছে! ১৯৭০ সাল
পর্যন্ত বাংলাদেশে যৌতুক নামক প্রথা অপরিচিত
ছিল। সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশে
১৯৪৫-১৯৬০ সালে যৌতুকের হার ছিল ৩%। ১৯৮০
সালে আইনগতভাবে যৌতুক নিষিদ্ধ করা হয়। কিন্তু
তারপর থেকে যৌতুকের হার অনেকাংশে
বেড়েছে, যা ২০০৩ সালে ছিল ৭৬% । সাম্প্রতিক
(২০০৮) ব্র্যাক ও আমেরিকার পপুলেশন কাউন্সিলের
সমীক্ষা অনুযারী বাংলাদেশের বিভিন্ন এলাকা
ভেদে যৌতুকের হার হচ্ছে ২০% থেকে ৮০%

Eccessory fun লক্ষ করছে আইন করার কারনেই যৌতুকের হার বেড়েছে। তাই এই আইন উঠিয়ে নিতে হবে . . . .

0 comments: