A Forest contains A Mosque

১১:১৭:০০ AM Ibrahim Shoikot 0 Comments

সুন্দরবন বন।
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া তথা পুরো বিশ্বের মধ্যে হঠাৎ জেগে ওঠা ম্যানগ্রোব ফরেস্ট।
পৃথিবীর মধ্যে হলুদ বাঘ বলতে যে যায়গার কথা ভেসে ওঠে, তা এই সুন্দরবনেই পাওয়া যায়।

প্রশ্ন : ৬,০১৭ বর্গ কিমি এই বিস্তৃত বনান্ঞলে মসজিদ আবিষ্কার করা সম্ভব?
যে বনান্ঞলে বাঘ, বিষাক্ত সাপ, কুমিরের বসবাস। এখনে নামাজের জন্য এতো সুন্দর মসজিদ আসবেই বা ক্যানো!!

আবার ইতিহাস দেখলে উত্তর বলা যায় এইভাবে। মসজিদ থাকতেই পারে কারণ.....

মুঘল আমলে (১২০৩-১৫৩৮) স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন।

ঐতিহাসিক আইনী পরিবর্তনগুলোয় কাঙ্ক্ষিত যেসব মৌলিক
পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বের
প্রথম ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃতি পেয়ে
বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসা।
১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল
সম্রাট দ্বিতীয় আলমগীর এর কাছ থেকে
স্বত্বাধিকার পাওয়ার পরপরই সুন্দরবন এলাকার
মানচিত্র তৈরি করা হয়।

সে যাই হোক, Eccessory fun এর আবার প্রশ্ন .. অতীতে লোক সংখ্যা ছিলো কম। তো কোন কারণে কোন দুঃখে জনবসতি রেখে সুন্দরবনের ভিতরে মসজিদ তৈরি করতে হলো???


posted from Bloggeroid

0 comments: